Site icon suprovatsatkhira.com

‘সাবেক শিক্ষামন্ত্রী সাদেক মানুষের মনে চিরদিন জীবিত থাকবে’

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কেশবপুর ছিলো একটি অন্ধকার এলাকা। সেই অন্ধকারকে আলোকিত করতেই সাদেক সাহেবের এখানে আবির্ভাব ঘটেছিল। কেশবপুরের জনগণের মনে তিনি যে স্থান করে নিয়ে ছিলেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না। মানুষের মনে তিনি চিরদিন জীবিত থাকবেন। যুগ যুগ ধরে আগামী প্রজন্মের মানুষ তাঁর অবদান ও কীর্তি মনে রাখবে।
রোববার (৯ সেপ্টেম্বর) সকালে কেশবপুর কলেজিয়েট স্কুলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোয়াজ্জেম হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোরের প্রাক্তন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, মহিলা লীগ নেত্রী রেবা ভৌমিক, চেয়ারম্যান আব্দুস সামাদ, ওয়ার্কার্স পাটির নেতা অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী, শিক্ষক নাজমুল হাসান বাবু, মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, গৌতম রায়, যুবলীগের আহবায়ক শহিদুজ্জামান শহীদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version