সেপ্টেম্বর ৯, ২০১৮
‘সাবেক শিক্ষামন্ত্রী সাদেক মানুষের মনে চিরদিন জীবিত থাকবে’
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কেশবপুর ছিলো একটি অন্ধকার এলাকা। সেই অন্ধকারকে আলোকিত করতেই সাদেক সাহেবের এখানে আবির্ভাব ঘটেছিল। কেশবপুরের জনগণের মনে তিনি যে স্থান করে নিয়ে ছিলেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না। মানুষের মনে তিনি চিরদিন জীবিত থাকবেন। যুগ যুগ ধরে আগামী প্রজন্মের মানুষ তাঁর অবদান ও কীর্তি মনে রাখবে। 8,181,902 total views, 4,263 views today |
|
|
|