সেপ্টেম্বর ২১, ২০১৮
সাতক্ষীরা-খুলনা সড়কে ঢিবি! বাড়ছে দুর্ঘটনা
এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল থেকে শাকদাহ ব্রিজ পর্যন্ত এলাকায় ভারী যানবাহনের চাপে একাধিক উঁচু-লম্বা ঢিবি তৈরি হয়েছে। এতে বাড়ছে দুর্ঘটনা। ইতোমধ্যে এই এলাকা দুর্ঘটনা প্রবণ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে ঢিবিগুলো তত বড় হচ্ছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। 8,232,189 total views, 12,181 views today |
|
|
|