ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ কৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিনেরপোতা বিনা প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং উপকেন্দ্র সমূহের উন্নয়ন প্রকল্প (এস.আর.এস.ডি) সহযোগিতায় বিনা ময়মনসিংহ প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্মামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ (সিসিটিএফ) প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, বিনা ময়মনসিং প্রধান পরিকল্পনা ও উন্নয়ন কোষ এসএসও ড. মো. কামরুজ্জামান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের এসএসও ড. মো. মামুনুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপু, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীরেশ কুমার বলেন, “বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন দেশ হওয়ায় বৈজ্ঞানিক কর্মকর্তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে জলবায়ুর সাথে খাপ খাইয়ে বিভিন্ন প্রজাতির ফসল উদ্ভাবন করে কৃষকদের মাঝে উপহার দিচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।”
প্রসঙ্গত, বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ কৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণে ৫৪ জন কৃষক ও ১০ জন উপসহকারী কৃষি অফিসার অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির।
সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধান চাষাবাদের কৌশল বিষয়ক প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/