কালিগঞ্জ প্রতিনিধি: শ্যামনগর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের খবর’র শ্যামনগর উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়র শেখ আফজালের মায়ের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমার রূহের মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ গাইন, সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, ফারুক হোসেন লিমন, লাভলু আক্তার, আফজাল হোসেন, লাভলু আক্তার, অসিত সেন প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক শেখ আফজালের মা ও কালিগঞ্জের বিষ্ণুপুর গ্রামের মরহুম শেখ অজিজুর রহমানের স্ত্রী ফজিলাতুর নেছা (৮৭) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন।