শাহিন বিল্লাহ: সাতক্ষীরা সরকারি কলেজে বাঙালি মানস ও নজরুল ব্যক্তিত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক ভূঞার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, কবি নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক আব্দুর রহিম। রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, নজরুল সংগীত শিল্পী এবং নজরুল গবেষক ড. লীনা তপসী খান, কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব এবং সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর জনাব ওলিউর রহমান।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে নজরুলের লেখনির ভূমিকা ছিল অসামান্য। তার লেখার মধ্য দিয়ে সবসময় সাধারণ মানুষের জীবন সংগ্রামের বাস্তব চিত্র উঠে এসেছে। তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শে দীক্ষিত হয়ে সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।
সরকারি কলেজে বাঙালি মানস ও নজরুল ব্যক্তিত্ব বিষয়ক আলোচনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/