কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ৮৭ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ৩৯ ভোট পেয়ে সভাপতি ও গাজী মিজানুর রহমান ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন রতনপুর টিএন বিদ্যাপিঠের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য ও রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।