সেপ্টেম্বর ২২, ২০১৮
সন্তানের পিতৃত্বের দাবিতে খেয়ে না খেয়ে শ্বশুর বাড়ির সিড়ির নিচে দিন কাটছে সালমা খাতুন
ডেস্ক রিপোর্ট: সন্তানের পিতৃত্ব এবং স্বামীর ঘরে তুলে নেওয়ার আকুতিতে সাতক্ষীরা শহরের সুলতানপুরে ধর্ণা দিচ্ছেন ময়মনসিংহের মেয়ে সালমা খাতুন। ১৭ সেপ্টেম্বর দুপুর থেকে সেই যে তার অবস্থান শুরু হয়েছে তার আর শেষ নামছে না কিছুতেই। অমানবিক কষ্ট আর অসহনীয় পরিবেশে ছোট্ট শিশুকে নিয়ে বাড়ির সিঁড়ির নিচে সালমা খাতুনের সময় কাটছে খেয়ে না খেয়ে। সেই সাথে রাতভর মশার কামড়, টয়লেট ব্যবহারের সুযোগ না থাকা, বৃষ্টি ও বৈরি আবহাওয়া সালমাকে কাতর করে তুলেছে। প্রতিবেশীদের কেউ কোনো খাবার দিলে তবে তাই খাচ্ছে। কিন্তু সালমার শ্বাশুড়ি তা দিতে দিচ্ছেন না। বরং যারা দিচ্ছেন তাদের গালাগাল করছেন তিনি। সালমার প্রশ্ন দেশে আইন ও বিচার বলে কি কিছু নেই, মানবাধিকারও কি হারিয়ে গেলো।? 8,181,542 total views, 3,903 views today |
|
|
|