ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের সাথে জেলা হাফেজ পরিষদ মতবিনিময় করেছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাও. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাও. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ রকীব হোসেন, কার্যকারী সদস্য হাফেজ আব্দুল হাকিম, হাফেজ আমিনুর রহমান, হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ অহিদুজ্জামান অহিদ, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ মাহবুব, হাফেজ তরিকুল, হাফেজ গাউসুল হক, হাফেজ নাহিম, হাফেজ নুর মোহাম্মাদ, হাফেজ পারভেজ, হাফেজ আশিক প্রমুখ।
সভায় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা পবিত্র কোরআন তেলাওয়াত ও নামাজের মধ্যে দিয়ে তার দিন শুরু করেন। অথচ জামায়াত-বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে। এসব করে কোন লাভ হবে না। এজন্য হাফেজদের সতর্ক থাকতে হবে। সত্য প্রচার করতে হবে।