ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সদর উপজেলার দামারপোতা উত্তর পাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, ব্রহ্মরাজপুরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির, সদর থানা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবু প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জযী করতে সকলকে একত্রে কাজ করার আহব্বান জানান।