সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা (৫ম শ্রেণি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারি শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা ইউআরসি ইন্সট্রাক্টর লোকমান হোসেন, সহকারি শিক্ষা অফিসার মুনীর আহম্মেদ, সহকারি শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যনন্দ ঘোষ ও পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজ হাসান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য আলফাতুন নেছা, ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মÐল, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, চÐিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুদ আনোয়ার, সদস্য রেজাউল করিম, আব্দুল আলিম প্রমুখ।
সখিপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/