Site icon suprovatsatkhira.com

শ্রীউলা ইউনিয়ন যুব মহিলা লীগের সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শ্রীউলা ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী রুপা মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুপা মন্ডল বলেন, গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা দুটি দৈনিকে ‘আশাশুনিতে মাদকাসক্ত যুবক কর্তৃক যুব মহিলা লীগের নেতৃবৃন্দকে শ্লীলতাহানীর অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। ওই সংবাদে শ্রীউলা ইউপি চেয়ারম্যানের ছেলে সাদ, রাসেল, ইলাহি, বকুল, শরিফুলসহ মাদকাসক্ত যুবকরা মহিলা নেতৃবৃন্দকে শ্লীলতাহানী ও চালককে আটকে রাখার অভিযোগ করা হয়েছে। প্রকৃত পক্ষে আমাদের সাথে এরকম কোন ঘটনা ঘটেনি বা কোন চালককে আটকের বিষয় আমার ও আমার দলীয় উপজেলা নেত্রীর জানা নেই। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল নানারকম অপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version