শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়ন আওয়ামী তরুণলীগের উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ‘হিন্দু, মুসলীম, বৌদ্ধ, খ্রিষ্টান ভাই ভাই, সাতক্ষীরা-৩ আসনে আ.ফ.ম রুহুল হক স্যারের বিকল্প নাই’ এ শ্লোগানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখলী বাজার হতে একটি মৌন মিছিল বের হয়ে নাকতাড়া কালীবাড়ী বাজার প্রদক্ষিণ করে।
এরপর দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, তরুণলীগ নেতা আরিজুল ইসলাম, বিল্লাল হোসেন বিল্লু, সবুজ হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি, জামায়াত-শিবির থেকে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সজাগ থাকার আহবান জানান।