শ্যামনগর প্রতিনিধি: বিআরডিবির পক্ষ থেকে শ্যামনগর ফুটবল একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর সহযোগিতায় এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ছয়টি ফুটবল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, আরডিও এসএম সোহেল, শ্যামনগর ফুটবল একাডেমির কোর্স আকতার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নিজস্বভাবে একাডেমিকে চারটি বল প্রদানের আশ্বাস দেন।