সেপ্টেম্বর ২১, ২০১৮
শ্যামনগরে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উপকরণ বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি এবং সাধারণ গ্রামীণ জনগোষ্ঠীর সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলার সিএইচসিপিদের উপস্থিতিতে ৪১টি কমিউনিটি ক্লিনিক, ১২টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল ওজন মাপার মেশিন ও ব্লাড পেশার মাপার সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ দূষণ রোধকল্পে পুষ্টিকনা (এমএনপি) খালি প্যাকেট সংরক্ষণের জন্য উপজেলার ২৮৮টি টিকাদান কেন্দ্রে সেফটি বিন (সংরক্ষণ বক্স) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকিল অফিসার (আরএমও) ডা. আনিছুর রহমান। তিনি বলেন, উপকরণগুলো সঠিক স্বাস্থ্য ও সেবা নিশ্চিত করা খুবই জরুরী। উপকরণ সরবারহ করার জন্য নবযাত্রা প্রকল্পকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. গফফার, স্বাস্থ্য পরিদর্শক কার্তিক চন্দ্র পাল এবং নবযাত্রা প্রকল্পের এমসিএইচ এন অফিসার মো. ইসরাফিল ইসলাম, এমসিএইচ এন অর্গানাইজার শিরিন আক্তার, আবু তালেব, মো. মানিকনুর, নিরঞ্জন বর্মন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,186,305 total views, 8,666 views today |
|
|
|