শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দীর্ঘদিন পলাতক আবুল বাসার সানা নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাশিমাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসার সানা উপজেলার ওই গ্রামের আক্কাজ আলী সানার ছেলে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, এফসিআর ৫৩৮/১১ নং মামলার আট মাসের সাজাপ্রাপ্ত আসামি বাসারকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।