শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বর্জ্য অপসারণ নিয়ে ক্লিনিক মালিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তা মতবিনিময় করেছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. গফফার, শ্যামনগর মর্ডান ক্লিনিকের মালিক ডা. তপন বিশ্বাস, হাফিজুর রহমান, ফয়সাল আমিন, স্বপন বিশ্বাস, কামরুল ইসলাম, সুব্রত চক্রবর্তী, গোপাল চন্দ্র মন্ডল, সুলেমান প্রমুখ। এসময় উপস্থিত সকলে শ্যামনগরের বিভিন্ন হাসপাতালসহ ক্লিনিকগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।