ডেস্ক রির্পোট: শ্যামনগরে সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস.এম জগলুল হায়দার বলেন, প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরতœ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করি। আলোচনা শেষে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।