শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নাশকতার অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে উপ-পরিদর্শক শংকরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হরিণগর গ্রামের কিয়ামউদ্দীন শেখের ছেলে রফিকুল ইসলাম, মাও. সানাউল্লাহ গাজীর ছেলে হাফিজুর রহমান এবং বড়কুপট গ্রামে মৃত আলী গাজীর ছেলে হযরত গাজী, পূর্ব বিড়ালাক্ষী গ্রামে মোজাম্মেল হক গাইনের ছেলে মাহফুজুর রহমান ও মতিউর রহমান।
শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।