শ্যামনগর প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে দুর্যোগে শিশুদের ঝুঁকি কমানোর লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম মহসিন উল মুলকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, ইউনিসেফের খুলনা প্রধান সুফিয়া খাতুন, বারসিক কর্মকর্তা আল ইমরান প্রমুখ।