শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দলিতের কৃষি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা সদরে বেসরকারি সংস্থা দলিতের আয়োজনে দুই দিনব্যাপী সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শেষে বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দলিতের প্রকল্প কর্মকর্তা জোসেফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেলোয়ারা খাতুন, সহকারি কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাস, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠুসহ প্রশিক্ষণার্থীরা।
9,173,230 total views, 300 views today