বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর এ্যাক্টিভেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) ইয়ং বাংলা সাতক্ষীরা জেলা টিমের উদ্যোগে শ্যামনগর উপজেলা চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইয়ং বাংলার সাতক্ষীরা জেলা টিম লিডার শেখ ফারুক হোসেনের পরিচালনায় এবং জাগো ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান কামাল। এসময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডী আক্তার হোসেন, মিলন, আনারুল, সুস্মিতা, লিপি, আছিয়া, আসমা, জয়ন্তী প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকল সংগঠনের প্রতিনিধিরা তাদের জয় বাংলার গল্প শোনান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/