শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সুশীলনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউএসএইড’র সহযোগিতায় সুশীলনের এনসিএস প্রকল্পের আয়োজনে শ্যামনগর গ্রামীণ হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুশীলনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানর্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মহসিন উল মুলক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আ. রউফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকির হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুুখ।
সভায় প্রকল্পের কার্যক্রম ও বর্তমান ৪র্থ সাইকেল সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন প্রকল্প কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম, সহকারি পরিচালক শাহিনা পারভীন, টিম লিডার দিলরুবা নাসরিন। সভায় কাশিমাড়ী ও শ্যামনগর ইউনিয়নের ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ভলেন্টিয়ার সাদেকুল ইসলাম।
শ্যামনগরে এনসিএস প্রকল্প অবহিতকরণ সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/