সেপ্টেম্বর ৬, ২০১৮
শ্যামনগরে আ’লীগের সমাবেশে জগলুল হায়দার : নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে
![]() শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে হাওয়া ভবন সৃষ্টি করে দেশের অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করবে। আর এতিমের টাকা মেরে খাবে। কিন্তু দেশের মানুষ আর হাওয়া ভবন-খাওয়া ভবন চায় না। এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়, আমি এমপি হওয়া থেকে আজ পর্যন্ত কোনো মানুষকে অপমান করেনি, কারো সাথে খারাপ ব্যবহার করিনি। আপনাদের ভালো রাখতে সব সময় আমি কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, কালভার্ট ভবন নির্মাণসহ জননেত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর যে অঙ্গীকার ছিলো তা আমি বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট রয়েছি। তিনি আরো বলেন, নিবিড় তদারকির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বিভিন্ন প্রকল্প খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সরকার। দেশের আপামর জনগণ তার সুফল ভোগ করছে। এক শ্রেণির মানুষ ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে। কিন্তু তাদের ইসলাম পাকিস্তানি-মৌদুদের ইসলাম। 6,558,386 total views, 408 views today |
|
|
|