শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
এ সময় আতাউল হক দোলন বলেন, আমি সবসময় তৃণমূলের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আমার পরিবারের রক্তের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মিশে আছে। মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা- আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি একেবারে প্রান্তিক পর্যায়ে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবেন আমি তার সাথে কাজ করতে সর্বদা প্রস্তুত।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম মোস্তফা মুকুল, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সম আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক কুমুদ রঞ্জন গায়েন, আওয়াামী লীগ নেতা ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল প্রমুখ।
শ্যামনগরে আতাউল হক দোলনের মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/