শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের চন্ডিপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার যুবকরা স্থানীয় একটি কালভার্ট সংস্কার করেছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাদ চন্ডিপুরের চুনা নদী সংলগ্ন এলাকায় তৈরী করা কালভার্টটি এলাকার স্থানীয় তরুণরা সংস্কার করে।
এলাকাবাসী জানান, ২০০৯ সালে আইলার পরে সব কিছু যখন ল-ভ- হয়ে যায়, তখন ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে রাস্তায় মাটি দেওয়া হয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত এক ঝুড়িও মাটি পড়েনি এই রাস্তায়। এই রাস্তা দিয়েই চলাচল করে চার শতাধিক পরিবারের মানুষ। এলাকার মানুষের এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই, কোন জনপ্রতিনিধিদের দেখা মেলে না এই এলাকায়। বহু প্রতীক্ষার পর ২০১৫ সালে রাস্তায় একটি কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তুকালভার্টি এমনভাবে তৈরী করা হয়েছে- যে তা এলাকার মানুষের কোন কাজে আসেনি। কালভার্টটি দিয়ে একটি ভ্যানও ভালভাবে যেতে পারে না।
সমস্যা সমাধানে অবশেষে স্থানীয় যুবকরা দায়িত্ব নিয়ে কালভার্টের সংযোগ সড়কে মাটি দিয়ে উঁচু এবং সংস্কার করে। এ বিষয়ে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, বিষয়টি আমি নিজেই দেখেছি। বর্ষা থামলেই স্থানটিতে অবশ্যই কাজ করা হবে।
শ্যামনগরের চন্ডিপুরে স্বেচ্ছাশ্রমে কালভার্ট সংস্কার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/