জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিবৃতিতে তিনি বলেন, হে জননেত্রী আপনি বেঁচে ছিলেন বলেই বাঙালি জাতি ফিরে পেয়েছে গণতন্ত্র, দেশ-জাতি পেয়েছে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি, আপনি শান্তির প্রতীক বিশ্বময় ঊদার্য আর মহত্ত্বে গড়া আপনার জীবন কৃষ্টি। নিজের শত ব্যথা থাকা সত্ত্বেও অন্যের ব্যথা নিজের মনে করেছেন তাই আপনি জননেত্রী ও মানবতার মা। দেশবাসীর দোয়ায় ফুলের মতোই সুন্দর হোক আপনার আগামীর প্রতিটি মুহূর্ত। আজকের এই শুভক্ষণে আপনাকে জানাচ্ছি শুভ জন্মদিন। প্রেস বিজ্ঞপ্তি