কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটার সখিপুরে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয় পেয়েছে সখিপুর ইয়াং স্টার ক্লাব। রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
খেলায় সখিপুর ইয়াং স্টার ক্লাব ও ভাতশালা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে সখিপুর ইয়াং স্টার ক্লাব ২-১ গোলে জয়লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোনাজাত আলী ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবুর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার ও আলম বিশ্বাস, বেসরকারি সংস্থা সাস’র সমাজ উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সমাজসেবক মীর নাসির উদ্দীন, সামসুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।