বাহলুল করিম: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অ-১৭) জেলা পর্যায়ে সদর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দেবহাটা উপজেলা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধে সাতক্ষীরা সদর ফুটবল একাদশের ৪নং জার্সিধারী খেলোয়াড় ইমরান হোসেন দলের পক্ষে প্রথম গোলটি করেন। পরবর্তীতে ৯নং জার্সিধারী খেলোয়াড় মাছুম বিল্লাহ’র দেওয়া গোলে সদর উপজেলা ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দেবহাটা উপজেলা ফুটবল একাদশের ১০নং জার্সিধারী খেলোয়াড় গোল দিলে ব্যবধান ২-১ এ কমে আসে। তবে, শেষ পর্যন্ত দেবহাটা উপজেলা ফুটবল একাদশ আর গোল করতে না পারায় সাতক্ষীরা সদর উপজেলা একাদশ ২-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।
সেরা খেলোয়াড়ের পুরস্কার পান দেবহাটা উপজেলা ফুটবল একাদশের অয়েছ কুরুনি ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সাতক্ষীরার সদর উপজেলা একাদশের ইমরান হোসেন সাগর।
খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর কবীর, সঞ্জয় বিশ্বাস, রিয়াদ আরেফিন ও এ কে আজাদ কাকন। খেলায় ধারাবিবরণীতে ছিলেন শেখ মো. জাহাঙ্গীর, মো. ইসমাইল হোসেন মিলন ও প্রভাষক আরশাদ আলী।
পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।
এ সময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করা, জাতির জনক সম্পের্ক জানা, বাংলাদেশকে জানা। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় বের হয়ে আসবে। যা সাতক্ষীরাবাসীকে বিশ্বের মুখে নতুন করে পরিচিত করবে। আমাদেরকে বুঝতে হবে আসলে কোনটা ভাল কোনটা খারাপ। সাদাকে সাদা আর কালোকে কালো বলার অভ্যাস করতে হবে। আমরা আসলে চাটুকারিতা পছন্দ করি। আমরা গোলাম। আমাদের অভ্যাস গোলামী করা। আসলে বাঙালি কিন্তু গোলাম নয়। তাদের গোলামীর শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছিল। এই গোলামীর শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শৃঙ্খল পছন্দ করতেন না বলেই একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। একটি জাতির সৃষ্টি করেছেন, একটি দেশ সৃষ্টি করেছেন। জনগণ সকল ক্ষমতার অধিকারী।
শৃঙ্খল থেকে বের হয়ে সাতক্ষীরাকে বিশ্বের বুকে পরিচিত করতে হবে: এমপি রবি : বঙ্গবন্ধু টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/