Site icon suprovatsatkhira.com

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকী পালন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর-৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে তার মাজারে গার্ড অব অনার প্রদান করেন উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক ইমাম হোসেন।
গার্ড অব অনার শেষে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন লড়াকু সৈনিক নূর মোহাম্মদ শেখ। পরে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। যা বর্তমানে নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা মতান্তরে জেন্নাতা খানম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version