ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরাকে জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের গ্রীষ্মকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে মহড়াটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পুলিশ লাইন্স চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে মহড়ায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার কাজি মইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ।