ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ০৮নং ওয়ার্ডের রাধানগর এলাকায় দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কেষ্ট ময়রার ব্রিজ সংলগ্ন রাধানগরের কে. এম আশরাফুল হকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
কে. এম আশরাফুল হক বলেন, বাড়ির সকলেই দুপুর ১২টার দিকে দাওয়াতে গিয়েছিলাম। বিকাল ৪টার দিকে বাড়ি ফিরে এসে দেখি চুরি হয়ে গেছে। এ সময় চোরেরা আমার ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ তিন লক্ষাধিক টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসিপত্র নিয়ে গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার এসআই নিমাই চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।