সেপ্টেম্বর ২৩, ২০১৮
লিভার ও পাকস্থলি ভালো রাখে তেলাকুচা
![]() বাহলুল করিম: ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মাথা ঠাণ্ডা রাখা, ত্বকের যে কোন সমস্যা, রক্ত জমাট বাঁধা, গ্যাসট্রিক সমস্যা, লিভার ও পাকস্থলি ভালো রাখা, প্রসাবের সমস্যা ও মুখের রুচি বাড়াতে তেলাকুচা মহাওষুধের মতো কাজ করে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই শাক রান্না করে কিংবা বেটে রস করেও খাওয়া যায়। এছাড়া তেলাকচুর ফল পাখিরাও খায়। 9,171,343 total views, 1,338 views today |
|
|
|