ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান উত্তরপাড়ার রাস্তা সংস্কারের দাবিতে পৌর মেয়রের কাছে আবেদন করেছে এলাকাবাসী।
বুধবার (৫ সেপ্টেম্বর) পৌরসভার মেয়র বরাবর পাঠানো আবেদন সূত্রে জানা গেছে, পৌর এলাকার রাজারবাগান উত্তরপাড়ার (লিচু তলা) ইটের সোলিং এর রাস্তা পার্শ্ববর্তী পুকুরে ধ্বসে পড়েছে। ছয় ফুটের রাস্তা ধ্বসে পড়ে তিন ফুট হয়ে গেছে। আর এতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। এই রাস্তা দিয়ে ভ্যানে বা অন্য কোন যানবাহনে চলাচল বন্ধ হয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীরাও বেশ কষ্ট করে যাতায়াত করছে। এ জন্য রাস্তাটি অবিলম্বে সংস্কারের জন্য পৌর মেয়র বারবর লিখিত আবেদন জানান এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন শওকাত হোসেন, সিদ্দীক, আমিরুল, ছাবিনা, মো. আমিরুল ইসলাম, তাসলিমা, হায়াত আলী, আসারুল ইসলাম, মুজিবর রহমান, আকরোম সরদার, শরিফুল ইসলাম, মো. সোহরাব হোসেন।