ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ক্লিনিক প্রদত্ত সেবার মান উন্নয়নে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সহায় কর্তৃক বাস্তবায়িত ‘সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা’ প্রকল্পের অধীনে সামাজিক জবাবদিহিতার অংশ হিসাবে এই সভার আয়োজন করা হয়। সহায়ের প্রকল্প সমন্বয়কারী শেখ মাসুদ মোস্তফা সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. সাইফুল্লাহ আল কাফি। সভায় সেবাদাতা এবং সেবাগ্রহীতাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। যা বাস্তবায়নের জন্য সময় নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করা হয়েছে। সভায় সহায়ের আব্দুস সায়েম, লূৎফুন নেছা মিরা, ফাতেমা আমজাদ, শোকর আলি এবং অত্র এলাকার নারী, পুরুষ, যুবক ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।