Site icon suprovatsatkhira.com

রমজাননগরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শন

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগরের রমজাননগরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমাবেশ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা সাংবাদিক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান।
আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক খান জাহিদুল ইসলমা বাবু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মঞ্জরুল কবির মিঠু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা বজায় রাখতে ও দেশের শান্তি বজায় রাখতে হলে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
সমাবেশ শেষে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু‘র ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও মুক্তিযোদ্ধাভিত্তিক টেলিফিল্ম প্রদর্শন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version