Site icon suprovatsatkhira.com

রমজাননগরে রাস্তার বেহাল দশা

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের বারী হাজীর বাড়ি থেকে মোল্যা পাড়া মসজিদ পযর্ন্ত ইটের সোলিংয়ের রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। এ রাস্তার অধিকাংশ জায়গায় ইট উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যায়। এতে রাস্তা দিয়ে চলাচল করা সোয়া গ্রামের খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। রাস্তার এমন দুদর্শা হলেও যেন দেখার কেউ নেই। গ্রামবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন রাস্তাটির এ অবস্থাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কোন মাথা ব্যথা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর দাবি দ্রæত রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হোক।
সরজমিনে দেখা যায়, রাস্তাটির অনেক স্থানের ইট উঠে ছোট বড় গর্ত তৈরী হয়েছে। রাস্তাটি মটর সাইকেল, বাই সাইকেল এমনকি হেটে চলার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। তাছাড়া অনেকে রাস্তার পাশ দিয়ে কাচা বাড়ি ঘর নির্মাণ করায় বর্ষার সময় রাস্তার উপর কাদা সৃষ্টি হচ্ছে। এছাড়া রাস্তার উপর গরু বেধেও রাস্তার ক্ষতি করছে স্থানীয়রা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জি.এম. নূরুজ্জামান বলেন, বর্তমানে কোন বাজেট না থাকায় রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বর্ষা মৌসুমের পরে রাস্তাটি সংস্কার করা হবে।
রাস্তাটি যাতে দ্রæত সংস্কার হয় তার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version