মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর আলী পাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তালেব, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল হোসেন। এসময় উপস্থিত গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে ধারণা দেওয়া হয়। এসময় নবযাত্রা প্রকল্পের দায়িত্বরত কর্মী আবু তালেব, খান বাবলুর রহমান, সাজেদা খানম ও মিতানুরসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।