Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জে খানা শুমারীর তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে খানা শুমারীর তথ্য সংগ্রহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় বনশ্রী শিক্ষা নিকেতনের মিলনায়তনে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ব্যুরোর উপজেলা সমন্বয়কারী মো. রুহুল আমিন, জোনাল অফিসার আব্দুল গণি, স্বাস্থ্য পরিদর্শক মোজাফ্ফর হোসেন, সাংবাদিক মো. মাহফুজুর রহমান তালেব, সাংবাদিক পিযুষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক বিল্লাল হোসেন। প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী এবং সাত জন সুপারভাইজার অংশ নিচ্ছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version