মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজারের সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এতে দখলমুক্ত হয়েছে ফুটপাত। প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকারের নেতৃত্বে ও মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালামের সহযোগিতায় সরকারি জায়গা দখল করে নির্মাণ করা সিঁড়ি ভেঙে ফেলা হয়।
এর আগে গত ১৮ আগস্ট স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান মুন্সিগঞ্জ বাজারে তার নিজস্ব ভবনের সামনে ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ করেন। বিষয়টি মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানতে পারলে সাথে সাথে গ্রাম পুলিশ দিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু পরবর্তীতে তার কথা অমান্য করে সিঁড়ি নির্মাণ কাজ শেষ করেন ওই ব্যবসায়ী। তারপর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরজমিনে এসে তিনদিনের ভিতর সিঁড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন। সেটাও অমান্য করায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিজেই দাঁড়িয়ে থেকে সিঁড়িটি ভেঙে ফুটপাত দখলমুক্ত করেন।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার বলেন, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার অধিকার কারো নেই। আমি জানতে পেরে নিজেই এসেছি। পথচারীর সুবিধার্থে এটা ভেঙে ফেলা হয়েছে।
মুন্সিগঞ্জের সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হলো ফুটপাত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/