ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ থেকে অন্য কারো মনোনয়ন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হককে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সমর্থক দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, কেউ কেউ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বসন্তের কোকিলের মতো গ্রামে এসে মনোনয়ন পাবার প্রচারণা চালাচ্ছেন। এসব সুবিধাভোগীকে জনগণ প্রতিহত করবেন।
রোববার সাতক্ষীরা নিউমার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা ওই আসনে কোনো ভূমিদস্যুর মনোনয়ন মেনে নেবেন না বলেও জানান। তারা বলেন, যিনি এখানকার মাটি ও মানুষের সাথে জড়িয়ে রয়েছেন তার মনোনয়নই নিশ্চিত করতে হবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বলেন, ডা. আ ফ ম রুহুল হক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক। তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে দেশে স্বাস্থ্য বিভাগের প্রভূত উন্নয়নের পাশাপাশি সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ স্থাপন করে মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। তার মনোনয়ন প্রাপ্তিতে সাতক্ষীরার এক ভূমিদস্যু বাধার সৃষ্টি করছে উল্লেখ করে তারা বলেন, ওই ভূমিদস্যু ঢাকায় ডা. রুহুল হকের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তিনি ঢাকায় বসে কলকাটি নাড়ছেন। গ্রামের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। ওই ব্যক্তি হাওয়া ভবনের সৃষ্টি দাবি করে তারা আরও বলেন, এখন তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশের চেষ্টা করছেন। তিনি ২০১৩-১৪ সালে জামায়াতের সহযোগী হিসাবে নাশকতায় ভূমিকা রাখেন। এখনও তিনি জামায়াত ও বিএনপির দোসর এবং অর্থ যোগানদাতা। অবৈধ পন্থায় তিনি কোটি কোটি টাকা আয় করেছেন। তিনি ভূমিদস্যু এবং ভূমিহীন নির্যাতনকারী। তিনি ভূমিহীনদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে তিনি সেটাকে পারিবারিক সম্পত্তিতেও পরিণত করেছেন বলে অভিযোগ করেন তারা। এ সময় তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার আহবান জানান শত শত নেতাকর্মী।
সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ ডা. রুহুল হক ছাড়া অন্য কাউকে দল থেকে মনোনয়ন দিলে জনগণ তা মেনে নেবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডা. মোকলেছুর রহমান, অ্যাড. ওসমান গনি, আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন, আবু সায়ীদ, মো, মুজিবর রহমান, মো. মনিরুজ্জামান, যুবলীগ নেতা আবদুল মান্নান, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বসন্তের কোকিলদের প্রতিহত করার ঘোষণা : সাতক্ষীরা-৩ আসনে ডা. রুহুল হককে মনোনয়ন দেওয়ার দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/