ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার মাধবকাটি বাজারে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা, উপ-সহকারি কৃষি অফিসার কিরণময় সরকার, ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমন, মাধবকাটি বাজার কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বিশ্বাস, বাংলাদেশ বেতারের কবি ও নাট্যকার ডা. মো. সামছুজ্জামান প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/