Site icon suprovatsatkhira.com

মাগুরাঘোনায় সোলার বণ্টনে স্বজন প্রীতির অভিযোগ

চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মৎস্য মন্ত্রণালয়ের রোড স্ট্রিট লাইট, সোলার ও হোম সোলার বণ্টনে স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, প্রত্যেক ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকের মাধ্যমে গরীব, অসহায়, যে পরিবার বিদ্যুৎ নিতে অক্ষম ও যেখানে কোন দিন বিদ্যুৎ দেয়া সম্ভব নয় তাদের জন্য স্ট্রিট লাইট, সোলার এবং হোম সোলার বণ্টন করা হচ্ছে। মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান সরকারি নির্দেশ অমান্য করে নিজের আপন ছোট ভাই ও তার আর্শিবাদ পুষ্ট এক কোটিপতিকে সোলার লাইট দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।
একাধিক সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ টিআর/কাবিখার আওতায় মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ৫ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমানের ভাগে প্রাপ্য রোড স্ট্রিট লাইট, সোলার এবং হোম সোলারগুলো নিজের প্রিয় লোকদের মাঝে বিতরণ করায় সরকারের ভাবমূর্তি হচ্ছে। এরমধ্যে তার আপন ছোট ভাই কোটিপতি চৌধুরী ওশিউর রহমানের বাড়িতে ৩০ ওয়াটের একটি সোলার লাইট দেয়া হয়েছে। এছাড়া তার আর্শিবাদ পুষ্ট আঁঠারমাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন মার্কেটের মালিক কোটিপতি আল আমিন মোড়লের বাড়িতে ৪০ওয়াটের একটি সোলার লাইট দেয়া হয়েছে। যা সরকারি নীতিমালার পরিপন্থী।
এঘটনায় ঐ ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান বলেন, মালামালগুলো যথেষ্ট স্বচ্ছতার সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে বণ্টন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version