চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের মাগুরাঘোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাগুরাঘোনার দক্ষিণ আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উন্নয়নমূলক সভায় অনুষ্ঠিত হয়। সভায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ মো. আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সচিব মো. আবু হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য মজ্ঞুয়ারা বেগম, মুনছুর আলী, মাহাবুর রহমান, নজরুল ইসলাম, হোসেন শেখ, বাবলু শেখ প্রমুখ।
9,104,059 total views, 8,198 views today