কালিগঞ্জ প্রতিনিধি: ‘শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা’ এই স্লোগানে মুখরিত করে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চেয়ে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জি.এম শফিউল আযম লেনিন শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তার নেতৃত্বে মটরসাইকেল শোভাযাত্রাটি কালিগঞ্জ উপজেলা সদর অতিক্রম করে নাজিমগঞ্জ বাজার, ধলবাড়িয়া, রতনপুর ও কদমতলা হয়ে নুরনগর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শফিউল আযম লেনিন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকা- সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। তিনি শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান এবং শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, এদেশের উন্নয়ন করতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।