কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুুল ওয়াদুদ। সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেকার আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভা-সভাপতি ফয়সাল হোসেন, দপ্তর সম্পাদক মহাসিন আলী প্রমুখ।
সভায় আগামী ২২ সেপ্টেম্বর শনিবার কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা সফল ও স্বার্থক করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/