মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মুখে মাকস্ পরে এবং হাতে ঝাড়– ও গ্লাভস নিয়ে স্বেচ্ছাশ্রমে মণিরামপুরের পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্কুল-কলেজে পড়–য়া ৫০ শিক্ষার্থী। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে উদ্বুদ্ধ করতেই তাদের এ প্রয়াস। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এরপর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, ইউএনও আহসান উল্লাহ শরিফী এ উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের কাজকে সাধুবাদ জানান।
ডিইএফটি অর্গানাইজেশনের উদ্যোগে ‘পরিবর্তন চাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে বিভিন্ন স্কুল কলেজে পড়–য়া ৫০জন শিক্ষার্থী পাঁচটি দলে ভাগ হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক পরিচ্ছন্নতার কাজ করেন। সংগঠনের সমন্বয়ক আল মামুন জানান, পরিচ্ছন্নতায় জনগণকে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এখন থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহের যে কোন দিন তারা এ কাজটি নিয়মিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আবুল হাসান, থানার এসআই জহির রায়হান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, সংগঠনের সদস্য হাসিবুল হাসান শান্ত, সাইফুর রহমান, সাইফুল্লাহ প্রমুখ।
মণিরামপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/