Site icon suprovatsatkhira.com

মণিরামপুর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম লুৎফর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। এসএম লুৎফর রহমান মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকেই গরীব, অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মণিরামপুরবাসীর মনে জায়গা করে নেন লুৎফর রহমান। তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে পরাজিত করে মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। রাজগঞ্জ লুৎফর রহমান মহাবিদ্যালয় (রাজগঞ্জ ডিগ্রী কলেজ) প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নসহ তরুণ এ সমাজসেবক গরীব, অসহায় মানুষের একান্ত বন্ধু ছিলেন। মণিরামপুরবাসীর প্রিয় মানুষের তালিকায় ছিলেন সদা-হাস্যজ্জ্বল লুৎফর রহমান। মণিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি। উপজেলা পরিষদের গাড়ি নিজে চালিয়ে ১৯৮৭ সালের এই দিনে মণিরামপুরের বন্যা দুর্গত বানভাসীদের জন্য ত্রাণ সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরার পথে যশোরের বকচর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। আজও মণিরামপুরবাসীর কাছে স্মরণীয় এইদিন। এদিকে, এই মহান ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজগঞ্জের হানুয়ার গ্রামস্থ লুৎফর রহমান স্মৃতি সমবায় সমিতির কার্যালয়ে ও রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version