সেপ্টেম্বর ৯, ২০১৮
মণিরামপুরে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ৪৭তম বাংলাদেশ জাতীয় (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী খেলাধূলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এদিন ফুটবলের ফাইনালে (বালক) টাইব্রেকারে উপজেলার বালিদা-পাঁচাকড়ি মাধ্যমকি বিদ্যালয় ৫-৪ গোলের ব্যবধানে রাজগঞ্জ মাধ্যমকি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালিকা গ্রæপে পোড়াডাঙ্গা আরসি মাধ্যমকি বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে কুয়াদা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 8,173,570 total views, 14,355 views today |
|
|
|