Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে স্ত্রীকে এসিড নিক্ষেপ: ৯ মাস পর স্বামী গ্রেফতার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে স্ত্রীকে এসিড নিক্ষেপকারী স্বামী কামরুজ্জামানকে নয় মাস পর গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের মনিরউদ্দীন দফাদারের মেয়ে রাজিয়া সুলতানার সাথে একই উপজেলার বাঙ্গালীপুর গ্রামের আব্দুস সামাদ কারিকরের ছেলে কামরুজ্জামানের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। স্বামীর নিকট গৃহবধূ রাজিয়ার ইচ্ছা ও দাবি ছিল লেখাপড়া শেষ করে সে চাকুরি করবে। এতে স্বামী কামরুজ্জামান প্রথমে রাজি থাকলেও পরে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করার পাশাপাশি চাকুরির জন্য রাজিয়া স্বামী কামরুজ্জামানকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। এরই মধ্যে কামরুজ্জামানের একটি বেসরকারি সংস্থায় চাকরি হয়। পরে কামরুজ্জামান তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি কাশিপুর গ্রামে থাকতেন। গত ২৪ জানুয়ারি ঘুমন্ত অবস্থায় রাজিয়ার দু’চোখে এসিড নিক্ষেপ করে স্বামী কারুজ্জামান পালিয়ে যায়। এসিড দগ্ধ রাজিয়াকে তার স্বজনরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনায় রাজিয়ার ভাই আবু তাহের বাদী হয়ে কামরুজ্জামানকে আসামি করে মণিরামপুর থানায় এসিড সন্ত্রাস আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১) ১৮। মামলার পর থেকে কামরুজ্জামান পলাতক ছিলেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, কামরুজ্জামানকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আদালতে চালান দেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version